মেহেরপুরে মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

মেহেরপুরে মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে মিথ্যা মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি), দুপুরের দিকে গাংনী উপজেলার করমদী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনের আয়োজন করেন, মিথ্যা মাদক মামলায় হয়রানির শিকার ভুক্তভোগী করমদী গ্রামের গোসাইডুবি পাড়ার মরজেম হোসেনের ছেলে আলমগীর হোসেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত মাদক বিক্রি করে না দেওয়ার অপরাধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে গাংনী উপজেলার মথুরাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান।নায়েক সুবেদার হাফিজুর রহমান সম্প্রতি জব্দকৃত মাদক বিক্রয়ের প্রস্তাব দিলে আমি তিনার কথায় রাজি না হলে তিনি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। এর আরেকটি কারণ হিসেবে আলমগীর জানান, ইতিপূর্বে নায়েক সুবেদার হাফিজুর রহমান আমার ব্যবহৃত একটি সিমকার্ড ব্যবহার করতো। যা আমি দিন দশেক পূর্বে বন্ধ করে দেওয়ায় আরো রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দিয়েছেন।যার মামলা নং-২৪ তারিখ ৩১/০১/২০২৫ ইং ধারা ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ)৪১ রুজু করা হয়। এই মামলায় আমাকে ২ নং আসামী করা হয়েছে।এই মাদকের ঘটনার সাথে আমি কোন ভাবেই সম্পৃক্ত নই।আলমগীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে মামলাটি তদন্ত করে প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।এব্যাপারে মথুরাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান জানান, মাদকসহ যে আসামীকে ধরা হয়েছে তার স্বীকারোক্তি মোতাবেক আলমগীরের নামে মামলা দেওয়া হয়েছে।
আসামী আলমগীর সংবাদ সম্মেলনে যেসব কথা বলছে তার ১০ ভাগ সত্য আর ৯০ ভাগ মিথ্যা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনের পর ০১৭৬৯…২৪ নম্বর থেকে বিজিবি কুষ্টিয়া সেক্টর পরিচয়ে এক কর্মকর্তা প্রতিনিধির হোয়াটসঅ্যাপে একটি অডিও ক্লিপ পাঠিয়েছেন। যেখানে মাদক বিরোধী অভিযানে আটককৃত এক আসামী আলমগীর মাদক বহনকারীর সাথে ছিলেন বলে জানান।
স্থানীয়ভাবে কয়েকজনের সাথে আলমগীর সম্বন্ধে জানতে চাইলে তিনারা জানান, আলমগীর ইতিপূর্বে করমদী বাজারে একটি ছোট্ট দোকানে ব্যবসা করতো। মাদক ব্যবসার সাথে তার কোন সম্পৃক্ত রয়েছে এমনটা আমাদের অজানা।আলমগীর দেশ ছেড়ে প্রবাসে যাওয়ার উদ্যোগ নিয়েছে সুতরাং তার নামে মামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে রেহাই দিয়ে মূল আসামীকে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী আলমগীর হোসেনের।

Leave a reply

Minimum length: 20 characters ::