শিবচরে নৌপথের শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত মতবিনিময় সভা অনুষ্টিত 

শিবচরে নৌপথের শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত মতবিনিময় সভা অনুষ্টিত 
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নৌপথের শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কলাতলা নৌপুলিশ ফাঁড়ির উদ্যোগে ফাঁড়ি এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম,পিপিএম (বার)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নি:) মোঃ আবুজার গিফারী, এএসআই (নি:) মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সুধীজন, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ আরিফুল ইসলাম পিপিএম (বার) সকলের কাছ থেকে নদী পথের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং  তাদেরকে আস্বস্ত করে প্রতিকারের প্রতিশ্রুতি দেন। স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফূর্ত সহযোগিতায় নদীপথে অনিয়ম ও অপরাধ দমন করা অনেকাংশেই সম্ভব হবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন। সাধারণ মানুষ নৌপুলিশকে কাছে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। এতে এলাকার জনসাধারণ ও নৌ পুলিশের মধ্যে পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::