রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘন্টার পর ট্রেন চলাচল শুরু

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘন্টার পর ট্রেন চলাচল শুরু
আবুল কালাম আজাদ, রাজশাহী : রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায়, রাজশাহীর সঙ্গে প্রায় সাড়ে ৫ ঘন্টা সারাদেশে রেল যোগাযোগ বন্ধ ছিলো। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শেষে ট্রেন চলাচল স্বাবাভিক হয়।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পুঠিয়ার বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে এ দূরঘটনা ঘটে। ট্রনটি সকাল ৬ টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (এইএন) আবদুর রশিদ বলেন, খবর পেয়ে
তিনি সহকর্মীদের নিয়ে দ্রুত দূর্ঘটনা স্থলে যান।রেল লাইন দ্রুত মেরামতের পরে উদ্ধারকারী ট্রেন এসে লাইচ্যুত বগীটি পূনঃ স্থাপন করার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে।এতে সময় লাগে প্রায় ৫ন্টা।

Leave a reply

Minimum length: 20 characters ::