শিবচরের পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজারসহ আটক ২

শিবচরের পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজারসহ আটক ২
মাদারীপুর জেলা প্রতিনিধি: চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশের অভিযানে শিবচরের পদ্মা নদী থেকে অবধৈভাবে বালু উত্তোলনরে সময় ড্রেজারসহ ২ জনকে আটক করা হয়েছে।
চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, গত ৯ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির আওতাধীন মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা গ্রাম বরাবর হাজরা চ্যানেলের মুখ নামক স্থানে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ফরিদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশের সঙ্গীয় উপ-পরিদর্শক মো: নাদিমুল হক নোমান সহ একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে  মুন্সিগঞ্জের মৌছা এলাকার মৃত দলিল ফরাজির ছেলে মজিবর ফরাজি (৫০) ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরডাইয়া এলাকার আব্দুর সালাম বেপারীর ছেলে ইমান হোসেন (৩৫)কে আটকসহ মায়ের আর্শীবাদ নামের একটি ড্রেজার জব্দ করি। পরে আটকদের শিবচর থানায় হস্তান্তর করা হয়।আটককৃতদের বিরুদ্ধে শিবচর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a reply

Minimum length: 20 characters ::