পটুয়াখালীতে মানবকল্যাণ যুব সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে মানবকল্যাণ যুব সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
মোঃ মশিউর রহমান, (পটুয়াখালী প্রতিনিধি):অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন ‘মানবকল্যাণ যুব সংস্থা   সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রফিকুল ইসলাম অ্যাডভোকেট ৷
৭(ফেব্রুয়ারি) ২০২৫ইং মঙ্গলবার  বিকেল ০৫.০০ঘটিকায ফায়ার সার্ভিস রোড জেলা প্রেসক্লাব পটুয়াখালী সম্মুখে মানবকল্যাণ যুব সংস্থা সংগঠনের পক্ষ থেকে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা (সভাপতি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আইনজীবী বারের সাবেক সভাপতি (অ্যাডভোকেট)এনামুল হক খান,এ.পি.পি মাকসুদুর রহমান (অ্যাডভোকেট), মশিউর রহমান (সভাপতি) জেলা প্রেসক্লাব পটুয়াখালী , কাজী মনিরুজ্জামান (সভাপতি) জেলা শিক্ষা সমিতি পটুয়াখালী ,সালাউদ্দিন বাবু (অ্যাডভোকেট),জামাল বিশ্বাস ( সাংগঠনিক সম্পাদক) মানবকল্যাণ যুব সংস্থা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কলাকৌশল ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা সভাপতি  ও প্রধান অতিথির বক্তব্যে  মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। ২০২২ থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

Leave a reply

Minimum length: 20 characters ::