বীরগঞ্জে ভূমি সেবা অনলাইন সার্ভার ডাউন,  ভূমি অফিসে ভোগান্তি চরমে

বীরগঞ্জে ভূমি সেবা অনলাইন সার্ভার ডাউন,  ভূমি অফিসে ভোগান্তি চরমে
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভূমিসেবা সার্ভারে সমস্যার কারণে উপজেলায় ভূমি সেবা ব্যাহত হচ্ছে। জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) জমির নামজারি ও পর্চার সেবা সহ বিভিন্ন সেবা বন্ধ রয়েছে। যার ফলে ভূমি সেবা নিতে আসা ভুক্তভোগীদের হতাশার শেষ নেই। গত ২৬ নভেম্বর থেকে সার্ভারের সমস্যার কারণে নামজারি ও খাজনা বন্ধ থাকায় জমি রেজিস্ট্রি করতে পারছে না ভূমি ক্রেতা বিক্রেতারা। যার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে লক্ষ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সরজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, একটি পৌরসভা ও উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর,ভোগনগর, সাতোর,মোহনপুর ও মরিচা ইউনিয়নের ভূমি অফিসগুলোতে গত এক মাসের অধিক সময় ধরে সার্ভারে বন্ধ থাকায় ভূমি অফিসে প্রয়োজনীয় খাজনা প্রদান ও নামজারি না হওয়ায়। বীরগঞ্জ  সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি কার্যক্রম নেই বললেই চলে। এর দুর্ভোগ পোহাতে হচ্ছে জমি ক্রেতা বিক্রেতা, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মরত নকল নবীশ, সাধারণ দলিল লেখক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের। একাধিক ভুক্তভোগী ও বীরগঞ্জ উপজেলা সাব- রেজিস্ট্রি অফিসের আবুল কামাল, আনোয়ার হোসেন, পদ্মা নাথ রায়সহ একাধিক দলিল লেখকরা জানায়, এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে। সরজমিনে উপজেলার নিজপাড়া, শিবরামপুর, পাল্টাপুর, সুজালপুরসহ বিভিন্ন ইউনিয়ন (ভূমি) অফিসের সহকারী কর্মকর্তারা জানান, গত ২৬ নভেম্বর থেকে অনলাইনে ভূমিসেবা সার্ভারটি বন্ধ রয়েছে। মাঝে মাঝে ভূমি সার্ভারের লাইন পেলে তা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায় না। যার ফলে ভূমি সেবা গ্রহণকারীদের কাঙ্খিত সেবা দিতে পারতেছি না। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করা হচ্ছে হয়তো কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
 উপজেলার পাল্টাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সার্ভারের সমস্যার কারণে ভূমি সেবা ব্যাহত হচ্ছে।
বীরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস জমি রেজিস্ট্রি করতে আসা বয়স্ক আব্দুর রহিম জানান,চিকিৎসার জমি বিক্রি করতে হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ঘুরেও রেজিস্ট্রি হচ্ছে না।
বীরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস সহকারী মো: আজিজ  জানান, গত ২০২৪ সালে দলিল রেজিস্ট্রি হয়েছে ৫ হাজার ১শত। কিন্তু  অন্যান্য মাসের তুলনায় ডিসেম্বর মাসে দলিল রেজিস্ট্রি  তুলনামূলক বেশি হয়। ভূমিসেবা সার্ভারে জটিলতার কারণে, জমি বিক্রেতারা জমির খাজনা দিতে না পারায় দলিল রেজিস্ট্রির পরিমাণ কমেছে। কারণ, দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে জমির হালনাগাদ খাজনার রশিদের বাধ্যবাধকতা রয়েছে।
বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ভূমিসেবা সার্ভারে সাময়িক সমস্যা হচ্ছে।
ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং এর ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে। তিনি আরও জানান,বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::