সিরাজগঞ্জের সলঙ্গায় মোটরসাইকেল বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় মোটরসাইকেল বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত

শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় বাস -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো একজন।বুধবার বিকালে ঢাকা বনপাড়া মহাসড়কের ধোপাকন্দি ব্রিজের সামনে এঘটনা ঘটে, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান পাবনা থেকে ছেরে আশা সি লাইন বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হয় এতে মোটরসাইকেল চালক নিহত হন আহত হয় মোটরসাইকেলের পিছনে থাকা তার বন্ধু।

নিহত সুমন গাজিপুর জেলার কালিয়াকোর থানার সাহেবপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (আব্দুর রউফ) জানান, ঢাকা-বনপাড়া মহাসড়কের ধোপাকান্দি ব্রিজের সামনে বিকাল ৪ টার দিকে পাবনা থেকে ছেরে আশা ঢাকাগামী সি লাইন একটি বাসের সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হন একজন। দুর্ঘটনার পরপরই বাস চালক হেলপার পালিয়ে গেছেন, লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এবিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::