ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে দুটি মামলা

ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে দুটি মামলা
মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের কালকিনিতে তিন খুনের ঘটনায় বাশঁগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছে নিহতদের পরিবার। রোববার (২৯ ডিসেম্বর) রাতে নিহত ইউপি সদস্য আক্তার শিকদারের পিতা মতিউর রহমান শিকদার এবং নিহত সিরাজুল চৌকিদারের পিতা রশীদ চৌকিদার বাদী হয়ে কালকিনি থানায় দুটি হত্যা মামলা দায়ের করেন। উভয় মামলায় বাশঁগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামি করা হয়েছে। হত্যা ঘটনার প্রায় ৬০ ঘন্টা পর দুটি হত্যা মামলা করা হলো। এই দুই মামলায় মোট ৯৮ জনের নাম উল্লেখ এবং প্রায় দেড় শতাধিক জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর মধ্যে সিরাজুল চৌকিদার হত্যার ঘটনায় সুমন চেয়ারম্যানসহ ৩৩ জনের নাম উল্লেখ এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।
আর ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার হত্যার ঘটনায় অপর মামলায় বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ  এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দাখিল করে নিহতের পরিবার।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্যসহ তিনজন হত্যাকান্ডের ঘটনায় রোববার রাতে নিহতদের পরিবারের পক্ষ হতে দুটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
আসামিদের ধরতে পুলিশসহ যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের লোকজনের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্য আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও তার সমর্থক সিরাজুল চৌকিদার খুন হন। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::