শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এই সময়ে কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার তোতা মিয়া হাওলাদার, সাবেক মেম্বার লতিফ খান, সাবেক মেম্বার মাহমুদ ফকির, কৃষক কালা মিয়া হাওলাদার, হিরুন চৌকিদার, মান্নান মুন্সিসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কাঠালবাড়ি ও চরজানাজাত ইউনিয়নের হাজার হাজার জনগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার কাঠালবাড়ি ও চরজানাজাত ইউনিয়নের পদ্মানদীর অসংখ্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। অবিলম্বে এই বালু বানিজ্য বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::