পাবনার আমিনপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নলা বন্দুকসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

পাবনার আমিনপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নলা বন্দুকসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

জুয়েল রানা, (পাবনা):পাবনার আমিনপুরে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাবুকে আটক করা হয়েছে।

গত রাত ১২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত আমিনপুর থানা এলাকার সাগরকান্দী ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মেজর শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সে সময় শীর্ষ সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশীয় ১ নলা বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।
অভিযানে নেতৃত্ব থাকা মেজর শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর এলাকায় আনুমানিক ৪৫ সদস্যর একটি সশস্ত্র চৌকস টিমসহ অভিযান পরিচালনা করে। সে সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবু ওরফে কবির কাঙ্গাল বা জাইরা বাবুকে এক নলা একটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবু বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় খুন, ডাকাতি, অপহরণ, হাটবাজারে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে বলে জানা যায় সুজানগর ও আমিনপুর থানায় একাধিক মামলা সহ ১৭ টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়টি নিশ্চিত করেন আমিনপুর ও সুজানগরের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসী বাবুকে আমিনপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে জেলা হাজতে প্রেরণ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::