মাদারীপুর মিউজিয়ামের ওয়েবসাইট উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার

মাদারীপুর মিউজিয়ামের ওয়েবসাইট উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর মিউজিয়ামের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করলেন মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মাদারীপুর মিউজিয়ামের সভাপতি মোছা: ইয়াসমিন আক্তার। রবিবার (৫ আনুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদারীপুর মিউজিয়ামের কিউরেটর মো: নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাদারীপুর মিউজিয়ামের পরিচালনা পরিষদ সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাদল কীর্ত্তনীয়া, লিখন মাহমুদ, কবি মিলন সব্যসাচীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর জেলা প্রশাসক ও মাদারীপুর মিউজিয়ামের সভাপতি মোছা: ইয়াসমিন আক্তার বলেন, ‘জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত এ জাদুঘর মাদারীপুর জেলাসহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এক অনবদ্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এ জাদুঘর মাদারীপুর জেলার নানা ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে নিজস্ব ওয়েবসাইট প্রকাশের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে মিউজিয়ামের নতুন দ্বার উন্মোচিত হলো। জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য মাদারীপুর জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক সমাজকে সম্পৃক্ত করা হয়েছে।‘ এসময় তিনি ওয়েবসাটটি তৈরীতে সংস্লিষ্ট সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মাদারীপুরসহ সারা দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের লক্ষে মাদারীপুর জেলা প্রশাসন ২০২৩ খ্রিস্টাব্দের ৩১ মার্চ জেলা প্রশাসনের মালিকানাধীন ১৯৩৮ খ্রিস্টাব্দে নির্মীত পুরাতন ট্রেজারি ভবনে মাদারীপুর মিউজিয়াম নামে এই জাদুঘর প্রতিষ্ঠা করেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::