টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি নিহত, আটক ১৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি নিহত, আটক ১৬

আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছেন এবং ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নাফ নদে এ ঘটনা ঘটে। এ সময় বোট থেকে তিনটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক। তিনি জানান, মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে নাফ নদে কৌশলে অবস্থান নেয়।

এক পর্যায়ে একটি ইঞ্জিনচালিত বোট শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টাকালে মাদক কারবারিরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড তাদের বোটের ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বোটটি থেমে গেলে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বোট থেকে ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়। এছাড়া ইঞ্জিন রুমের ভেতরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাদক কারবারি ও ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Leave a reply

Minimum length: 20 characters ::