ঈদগাঁও’তে এস্কেভেটর ও ডাম্প ট্রাক জব্দ: ৬০ হাজার টাকা জরিমানা

ঈদগাঁও’তে  এস্কেভেটর ও ডাম্প ট্রাক জব্দ: ৬০ হাজার টাকা জরিমানা

আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের আল ফজল পাড়া এলাকায় ২৯ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টার দিকে অবৈধ মাটি উত্তোলন ও বাণিজ্যের বিরুদ্ধে এক অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি ডাম্প ট্রাক ও একটি এস্কেভেটর জ’ব্দ করা হয়েছে। স্থানীয় প্রশাসন টপ সয়েল (মাটি) কাটার অভিযোগে গাড়ির মালিককে ৬০,০০০ টাকা জরিমানা করেছে।

ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর অধীনে গাড়ির মালিককে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ডাম্প ট্রাকের চালকের সঙ্গে কথা বলার পর জানা যায়, “তারা মাটি আনা-নেওয়া করে টাকার বিনিময়ে, তবে মাটি বিক্রির সাথে তাদের কোনো সরাসরি সম্পর্ক নেই। তারা শুধুমাত্র পরিবহণের কাজ করে থাকেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, ঈদগাঁও অঞ্চলে ১ কানি (১৭,২৮০ বর্গফুট) মাটি ১৩ হাজার টাকায় বিক্রি হয়। মাটি বিক্রির এই অবৈধ কার্যক্রমের পেছনে একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট রয়েছে, যারা সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করে অবাধে মাটি উত্তোলন এবং বাজারজাত করছে। এই সিন্ডিকেটের সদস্যরা মাটি সংগ্রহ করে এবং তা স্থানীয় বাজারে বিক্রি করে, যা পরিবেশগত বিপদ সৃষ্টি করছে এবং কৃষি জমির উর্বরতা কমাচ্ছে।

এমনকি, প্রশাসন অভিযান চালালেও এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এখনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সচেতন মহলের দাবি, ঈদগাঁও অঞ্চলে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপের প্রয়োজন। বিশেষ করে, স্থানীয় প্রশাসনকে এমন সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর নজরদারি এবং আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং মাটি ব্যবস্থাপনায় সুষ্ঠু ব্যবস্থার দিকে আগানো উচিত।

Leave a reply

Minimum length: 20 characters ::