শিবচরে গণউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রের সেবায় মুগ্ধ রোগীরা

শিবচরে গণউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রের সেবায় মুগ্ধ রোগীরা
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে গণউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রের সেবায় মুগ্ধ রোগীরা। জানা যায়, শিবচ‌র পৌরসভার থানা রো‌ডে নিজস্ব ভবনে গণউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রের কার্যক্রম পরিচালনা করা হয় । এখানে প্রতি শুক্রবার ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে বড় বড়  ডাক্তার আসেন। রোগীদের যত্ন সহকারে বেশি সময় নিয়ে রোগী দেখেন এবং সঠিক পরামর্শ দেন। রোগীরা সঠিক পরামর্শ ও সঠিক সেবা পাওয়া কারনে অল্প সময়ের মধ্যে গণউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌র শিবচর উপজেলায় যে কয়টি হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে। এদের রয়েছে উন্নত মানের চিকিৎসা সামগ্রী ।
গণউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রে চিকিৎসাদিন রোগীদের সাথে কথা হলে তারা বলেন, এখানে সেবার মান অনেক ভালো। এরা যত্ন সহকারে রোগীদের সেবা দেন । এখানে সব সময় বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। ঘন্টায় ঘন্টায় ডাক্তাররা এসে  আমাদের খোঁজখবর নেন। পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে মনে হয় বাসায় বসে চিকিৎসা নিচ্ছি।
গণউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রের ব‌্যবস্থাপকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ইচ্ছে ছিল মানুষের সেবা করা ও মানুষের পাশে দাঁড়ানোর। তাই আমি হসপিটালে সাথে সংযুক্ত হয়েছি ।
তিনি আরো বলেন, সম্প্রীতি আমার
গণউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রের ভাবমুক্তি নষ্ট করার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে

Leave a reply

Minimum length: 20 characters ::