কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বাবু দুমকিতে আটক

কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বাবু দুমকিতে আটক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে (৩৮) দুমকিতে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা থেকে আটক করা হয়।
তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। সূত্রে জানা যায়, বুধবার তিনি স্ব পরিবারে কুয়াকাটায় অবস্থানকালে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রতিপক্ষ টের পেয়ে  তাকে আটকের চেষ্টা করলে তিনি দ্রুত প্রাইভেটকার যোগে অবস্থান ত্যাগ করেন। কুয়াকাটা থেকে  দ্রুত আসার সময় ব্রীজের টোল না দিয়ে তিনি পালিয়ে  আসেন।  ঘটনাটি লেবুখালি টোলে জানালে তারা স্থানীয়দের সহযোগিতায়  কারটি আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দুমকি থানায় নিয়ে আসে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, তার বিরুদ্ধে বাগেরহাট জেলার কচুয়া থানায় হত্যা, চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। অদ্য তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::