দুমকিতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

দুমকিতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ -১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সভা দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী, এনজিও কর্মকর্তা ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এবং কার্যক্রম  করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::