নিউজ ডেস্ক: গণতন্ত্র ও ইনসাফের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যয়ে “স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD)” আজ (২৪ ডিসেম্বর) ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। স্যাড-এর কেন্দ্রীয় আহ্বায়ক জমির উদ্দীন এবং কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদ এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: অহ্বায়ক: এস এম মঈন উদ্দীন, যুগ্ম আহ্বায়ক: তামজিদ, সদস্য সচিব: খান আহাদ, যুগ্ম সদস্য সচিব: এবিএম মিরাজ, মুখপাত্র: নুসায়ের আহমেদ।
স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি – (SAD)’র কেন্দ্রীয় কমিটি অনুমোদিত ঢাকা জেলা আহ্বায়ক কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রণয়ন করে কেন্দ্রে পাঠানোর অনুরোধ করেন।
ঢাকা জেলা কমিটির আহ্বায়ক এস এম মঈন উদ্দীন কেন্দ্রীয় কমিটিকে আশ্বাস দিয়ে বলেন, “আমরা যতদ্রুত সম্ভব ঢাকা জেলার পূর্ণাঙ্গ কমিটির সদস্য তালিকা প্রণয়ন করে কেন্দ্রের কাছে পাঠাবো এবং আমারা জানি স্যাড ইনসাফের সংগঠন। আমাদের লক্ষ্য হলো ঢাকা জেলায় গণতন্ত্র ও ইনসাফের পক্ষে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এবং জুলাই আন্দোলনের স্পিরিটকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া ও প্রতিষ্ঠিত করা।তিনি আরো বলেন, স্যাড গনতন্ত্র এবং ইনসাফের সংগঠন। আমাদের লক্ষ্য হলো ঢাকা জেলায় গণতন্ত্র ও ইনসাফের পক্ষে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা, এবং জুলাই আন্দোলনের স্পিরিটকে সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত করা । আমরা জানি, গণতন্ত্র ও ইনসাফের পথ সহজ পথ নয়, এ পথে চলতে গেলে ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়। আমার উপর ভরসা করে দায়িত্ব প্রদান করায় আমি কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রতি কৃতজ্ঞ। আমি শেষ পর্যন্ত তাঁদের ভরসার জায়গাটা অটুট রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে স্যাডের জন্য কাজ করে যাবো।
..