সন্দ্বীপে প্রান্তিক জেলেদের মাঝে বাছুর বিতরণ

সন্দ্বীপে প্রান্তিক জেলেদের মাঝে বাছুর বিতরণ

আব্দুর হামিদ,সন্দ্বীপ: সন্দ্বীপে নিবন্ধিত ১৬ জন প্রান্তিক জেলেদের মাঝে উপকরণ হিসেবে (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এসব বকনা বাছুর বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা।এ সময় তিনি বলেন সরকার বিনামূল্যে নিবন্ধিত জেলেদের মাঝে খাদ্য সামগ্রী এবং বিকল্প কর্মৎসংস্থানের জন্য গরু, বাছুর, সেলাই মেশিন ও বৈধ জাল দিয়ে থাকেন। তাই আমরা আশা করবো সরকারী এসব উপকরণ সঠিক ভাবে পরিচর্যা করে আপনারা লাভবান হবেন এবং নিষিদ্ধ সময়ে জাটকা ও মা ইলিশ আহরণ থেকে বিরত থাকবেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও কৃষি ব্যাংক ব্যবস্থাপক মুঃ আক্তারুজ্জামান সুজন, শিক্ষা প্রকৌশলী মোঃ মহসিন প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::