মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ২০

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ২০
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বড় ব্রিজের ঢালে শনিবার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক দশ ঘটিকার সময় সার্বিক পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৯৫৪৬) ও সুগন্ধা পরিবহন (ঢাকা মেট্রো-গ-১৪-৮৯৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় বিশজন। আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণে ঢাকা বরিশাল মহাসড়ক প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। আহতরা হলো তোহরা বেগম (৬০),নুরআলম (৪২),শারমিন (৩৩), হামিম( ১০), অমর (৫৫), নাসরিন( ৪০), মোহাম্মদ আলী (৭৪), রাহাত (২৩),সালমা(৫৫), রাব্বি(৩১), সুমি (৪০),রবিন (২৪), সজল(২৯), নিরূপণ(২৭), নুরুন্নাহার(৪৫),। বাকী আহতদের অন্যান্য ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
গাড়িতে থাকা যাত্রীদের ভাষ্যমতে জানা যায়, বৃষ্টির কারণে বরিশালগামী সুগন্ধা পরিবহন গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পাড়ায় রাস্তার রঙ সাইডে গিয়ে বিপরিত দিক থেকে আশা ঢাকাগামী সার্বিক পরিবহন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িরই সামনের অংশ দুমরে মুচকে যায়। দুর্ঘটনার কারণে ঢাকা -বরিশাল মহাসড়কে প্রায় এক ঘন্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মস্তাফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রেকার দিয়ে গাড়ি দুটিকে অপসারণ করে যানজট নিরসন করে। এই নিউজ লেখা পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায় নাই।

Leave a reply

Minimum length: 20 characters ::