নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৪২ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক কারবারী গ্রেফতার

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৪২ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক কারবারী গ্রেফতার

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী :নীলফামারীতে ২৪২ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

গ্রেফতারকৃতরা হলেন, লালমনির হাট জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৭) এবং একই উপজেলার দোয়ানী চেকপোষ্ট এলাকার আনসার আলীর ছেলে আশাদুল ইসলাম (২০) ।

বৃহস্পতিবার রাতে জেলার ডিমলা উপজেলার ডিমলা থেকে জলঢাকাগামী সড়কে একটি ব্যাটারী চালিত ইজিবাইকে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা সময়। এসময় উদ্ধার করা হয় ২৪২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ এসব ফেন্সিডিল। বিক্রয়ের উদ্দেশ্যে ব্যাটারী চালিত ওই ইজিবাইকে বহন করছিল গ্রেফতারকৃতরা।

শুক্রবার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী নীলফামারী জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বিশেষ কৌশল অবলম্বন করে ব্যাটারি চালিত অটো রিক্সায় (ইজিবাইক) উদ্ধারকৃত ২৪২ ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী এর চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিমলা থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার ডিমলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::