মাদারীপুরে হত্যা-মাদকসহ ২০ মামলার দুই আসামি গ্রেফতার

মাদারীপুরে হত্যা-মাদকসহ ২০ মামলার দুই আসামি গ্রেফতার
মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকা থেকে হত্যা, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অন্তত ২০টি মামলার আসামি দুই শীর্ষ সন্ত্রাসীকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলা শহরে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছিল। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির (২৬) ও নূর মোহাম্মদ কবিরাজের ছেলে অন্তর কবিরাজ (২৪) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের প্রযুক্তিগত সহযোগিতা নেয় পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আকাশ ফকিরের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া শরিয়তপুরের জাজিরা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। অন্যদিকে অন্তর কবিরাজের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় ৫টি মামলা দায়ের করা আছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, ‘শীর্ষ ওই দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের ধরতেও পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত ওই দুই আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় ১৯টি মামলা রয়েছে। শরিয়তপুরের জাজিরা থানায় আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।’

Leave a reply

Minimum length: 20 characters ::