ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ইন্তেকাল

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ইন্তেকাল

রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:দশমিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাকিল ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১৫ ডিসেম্বর)  রাত সারে ১০ টার দিকে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর।
কাজী শাকিল  উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাজী বাড়ির মোঃ শাহআলম কাজি বড় ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি।
তিনি ২০০৪ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব ছিলেন।
এর আগে কাজী শাকিল চলতি বছরের ১৪ ই নভেম্বর বেলা ৩ টার দিকে দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজের সামনের  তার নিজ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে স্থানীয় ও পথচারীরা দেখতে পেয়ে তাৎক্ষণিক উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎস তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল(সেবাচিন)হাসপাতালে প্রেরণ করে।
এর পরে চারদিন পরে তার অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি হাসপাতালে রেফার করা হলে চিকিৎসা রত অবস্থায় তার মৃত্যু হয়।
পরে সোমবার দুপুর ২ টার দিকে দশমিনা বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ নামাজের জানাজার শেষ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::