চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

চবি সংবাদদাতা: আল ইয়ামিম আফ্রিদি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর সংলগ্ন এলাকায় দুই শিক্ষার্থীর উপর গুপ্ত হামলার ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থী মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মহিবুল ইসলাম মহিব ও নীরব আহমেদ।

১৩ ডিসেম্বর রাত সাড়ে বারোটার নাগাদ মুখোশ পরিহিতা অস্ত্রধারী হামলাকারীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবোত্তর সময়ে ক্যাম্পাসে একাধিক গুপ্ত হামলার ঘটনা ঘটছে, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে পাহাড়ে তুলে নিয়ে মারধর ও ক্যাম্পাসে ভীতির পরিবেশ সৃষ্টি করছে একটি গোষ্ঠী। যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। পূর্বের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের অবসানের পর এখন নতুন এক গোষ্ঠী এ ধরনের হামলা চালাচ্ছে বলে দাবি করছেন তারা।

এসময় চবি প্রশাসনের কাছে দ্রুত ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ছাত্রদলের তরফ থেকে বেশকিছু দাবি জানানো হয়। দাবি সমূহের মধ্যে রয়েছে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং টহল বাড়ানো।

একই সাথে এই গুপ্ত হামলার ঘটনায় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::