ববির “রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রকল্যাণ পরিষদে” ভিপি ফরিদ ও জিএস সুমন নির্বাচিত

ববির “রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রকল্যাণ পরিষদে” ভিপি ফরিদ ও জিএস সুমন নির্বাচিত

ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রকল্যাণ পরিষদে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) উৎসবমূখর নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফরিদুল ইসলাম, মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সুমন হোসেন, চতুর্থ বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

ভিপি মো ফরিদুল ইসলাম বলেন , “আজকের নির্বাচন সত্যি চমৎকার উৎসবমূখর হয়েছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সাধারণ শিক্ষার্থীর পাশে এমন ভাবে থাকবো যেন এটা মনে করে যে, তারা কেউ একা না। এসোসিয়েশনের কাছে শিক্ষার্থীদের যে কোন বিষয় কাছ থেকে শুনবো, অনুধাবন করবো যাতে তাদের দাবি দাওয়া শিক্ষকদের কাছে পেশ করতে পারি এবং তা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”

জিএস মো সুমন হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান ছাত্র কল্যাণ পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই উৎসবমুখর নির্বাচনে আমি একজন প্রার্থী নির্বাচিত হয়ে খুবই ভালো লাগছে। যা আমাকে ভবিষ্যৎ নেতৃত্ব দানের জন্য অনুপ্রাণিত করছে,আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের সাথে থেকে এই এসোসিয়েশনের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে এক প্রগতিশীল জায়গায় নিয়ে যেতে চাই।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হামিদুল মুন্সী বলে, “গণতন্ত্র চর্চার মূল শর্ত হলো নির্বাচন। আর এই গণতান্ত্রিক ভাবধারা বজায় রাখতে রাষ্ট্রবিজ্ঞান ছাত্রকল্যাণ পরিষদ প্রতিবছর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এবারও তার পূর্ণ প্রতিফলন ঘটেছে। আমরা আশাবাদী যে, নব নির্বাচিত এই কমিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুস্মিতা রায় বলেন, রাষ্ট্রবিজ্ঞান ছাত্র কল্যাণ পরিষদের আজকের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমূখর ভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা করবো ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের মধ্যে গনতন্ত্রের চর্চা ও নিজের মধ্যে বন্ধন দৃঢ় হবে।

আরো যারা নির্বাচিত হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক : হাবিবুর রহমান বাপ্পি (৩য় বর্ষ), সাংগঠনিক সম্পাদক: তরিকুল ইসলাম(২য় বর্ষ), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হাসিব বিশ্বাস(২য় বর্ষ), প্রচার সম্পাদক: সুমিত দাস (২য় বর্ষ), ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ বোরহান উদ্দিন(৩য় বর্ষ), উপক ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হক ( ২য় বর্ষ) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোসাঃ রানী খানম(৩য় বর্ষ), উপসংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোঃ সুজন (১ম বর্ষ), দপ্তর সম্পাদক: মোহাম্মদ ইমাম হোসেন(১ম বর্ষ) কার্যনির্বাহী সদস্য: এক. সরদার মোহাম্মদ রাফি(১ম বর্ষ) দুই. অমিত মজুমদার(১ম বর্ষ) দুই. জীবন কুমার মন্ডল (১ম বর্ষ)

Leave a reply

Minimum length: 20 characters ::