দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
রবিউ হাসান ডব্লিউ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:সবাই মিল গড়বা দেশ, দুর্র্নীতি মুক্ত বাংলাদশ” এ শ্লোগানকে সামনে রেখে দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে সর্বস্তরের জনগনের অংশগ্রহনে প্রায় ঘন্টাব্যাপী দুর্নীতি বিরোধী মানববন্ধন ও কনফারেন্স হল রুমে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দশমিনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ ইব্রাহিম অরবিলের সভাপতিত্ব  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার পুলিশ কর্মকর্তা (তদন্ত ) অনুপ দাস, উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার,উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিম মিয়া,উপজলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালিদ হাসন, দুর্নীতি প্রতিরাধ কমিটির সাধারন সম্পাদক মাঃ মাশাররফ হোসেন,সদস্য তহমিনা সুলতানা, ডাঃ ডলি আকবর মহিলা কলজর অধ্যক্ষ মোঃ সাহরাব হাসন, বিভিন্ন সরকারি দপ্তররের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার্থী,গন্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যমকর্মী সাধারন জনগন অংশগ্রহন করন।
সভা শষে দূর্নীতি বিরাধ বিভিন ধরনের ব্যানার ও পাষ্টার প্রদর্শনী করা হয়। এছাড়া সততা সংঘর সদস্য/সদস্যারা আলাচনা সভায় অংশ গ্রহন করেন। আলাচনা সভায় বক্তারা দূর্নীতির বিরুদ্ধ সচ্চার হয় কাজ

Leave a reply

Minimum length: 20 characters ::