মাদারীপুর জেলা প্রতিনিধি:বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অন্তবর্তী সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে। কারণ বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব দেশ ও জাতিকে রক্ষা করা। এ জন্য বিএনপি সেই দায়িত্ব পালন করছে। তিনি আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মাদারীপুরে শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা শাখা আয়োজিত বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর সমাবেশে প্রধান অতিথি বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। শিবচর উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি মোঃ আতাহার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ফজলুর করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন, কো- চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সেলিম মিয়া, মোঃ আবু বকর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ।
দেশের সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বতী সরকারকে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচন চায়। তাই এই সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে আর বিলম্ব করা যাবে না। নির্বাচন বিলম্ব করে শেখ হাসিনার মত ষড়যন্ত্র করার পায়তারা করতে বিএনপি দিবে না। দেশে যেই সংস্কার প্রয়োজন তা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে। সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বতী সরকারকে দেওয়া হয়নি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আবরণে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদের সবকিছু দিয়ে সহায়তা করেছে। ছাত্ররা একপর্যায়ে মাঠ যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি। সেদিন শেখ হাসিনা যদি না পালাতো তাহলে তাকে রাজপথে পাথর নিক্ষেপ করে মারা হতো। সেই সরকারের দোসররা এখন পতনের পর বিএনপির নানান পর্যায়ের নেতাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করতে চাচ্ছে। বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের জায়গা নেই।