নীলফামারীতে গোল চত্বর স্থাপন ও ট্রাফিক পুলিশ পদায়নের দাবীতে মানববন্ধন

নীলফামারীতে গোল চত্বর স্থাপন ও ট্রাফিক পুলিশ পদায়নের দাবীতে মানববন্ধন

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী: দুর্ঘটনা এড়াতে নীলফামারী জেলা শহরের পাঁচ মাথা মোড়ে গোল চত্বর স্থাপন ও ট্রাফিক পুলিশ পদায়নের দাবীতে যৌথভাবে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন ও উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠন দুটির নেতৃবৃন্দ।

এতে উল্লেখ করা হয়, গেল তিন মাসে এই এলাকায় তিনটি দুর্ঘটনা ঘটে এবং তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। এমনকি গতকাল বুধবার রাতেও একজন নিহত হয়।

ব্যক্তিগত অসাবধানতা এবং সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় এমন দুর্ঘটনা ঘটে বলে মনে করছেন আয়োজক নেতৃবৃন্দ।

ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান বলেন, পাঁচমাথা মোড়ের চারদিকের রাস্তায় গোল চত্বর স্থাপন ও প্রতিদিন সকাল সাড়ে সাত থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

এ সময় আখতারুজ্জামান খান ছাড়াও উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের মোহাম্মদ ফাহিম উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::