মাদারীপুরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

মাদারীপুরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার কাঠেরপুল এলাকায় ট্রাকচাপায় সৈকত মণ্ডল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত মাদারীপুর সদর উপজেলার চৌহদ্দি গ্রামের সত্যরঞ্জন মণ্ডলের ছেলে ।
জানা গেছে, দুপুরে ওই উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিল সৈকত। এ সময় বরিশালগামী একটি ট্রাক ঢাকা মেট্রো অ ১৪-০০৪৩ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে

Leave a reply

Minimum length: 20 characters ::