ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন ববি উপাচার্যের: কোর্ট হবে কংক্রিটের

ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন ববি উপাচার্যের: কোর্ট হবে কংক্রিটের

ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেছেন উপাচার্য ড. শুচিতা শরমিন। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৬দফা প্রাঙ্গনে ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধনের পাশাপাশি কোর্টগুলোকে কংক্রিটে রুপান্তরসহ আরও একটি কোর্ট তৈরির আশ্বাস দেন নবনিযুক্ত এই উপাচার্য।

এসময় উপাচার্য বলেন, আমাদের আগে থেকেই দু’টি ব্যাডমিন্টন এবং একটি বলিবল কোর্ট ছিল, নতুন করে আরও একটি ব্যাডমিন্টন কোর্ট এবং একটি বলিবল কোর্ট তৈরি করা হয়েছে। খুব দ্রুতই একাডেমিক ভবনের সামনে আরও একটি ব্যাডমিন্টন কোর্ট এবং একটি বলিবল কোর্ট তৈরি করা হবে।

এছাড়া কোর্টের মাপ ঠিক রাখতে শিক্ষার্থীরা কংক্রিটের প্রলেপ দেওয়ার অনুরোধ করলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ববি ভিসি। তিনি বলেন, কোর্টগুলো কংক্রিটে রুপান্তর করা হবে এবং টুর্নামেন্টের আয়োজন করা হবে।

এছাড়াও উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সবধরনের খেলাধুলার আয়োজন করা হবে এবং খেলাধুলার সামগ্রী ও সেগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহন করা হবে।

মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Leave a reply

Minimum length: 20 characters ::