কক্সবাজার রামাদা হোটেলের চেয়ারম্যান জসীম উদ্দীন গ্রেফতার

কক্সবাজার রামাদা হোটেলের চেয়ারম্যান জসীম উদ্দীন গ্রেফতার
কক্সবাজার সংবাদদাতা: সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত কক্সবাজার রামাদা হোটেলের চেয়ারম্যান জসীম উদ্দীন আহমেদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত এলাকার ‘লা মেরিডিয়ান’ হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ বা ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন।
প্রসঙ্গত, জসীম উদ্দীন আহমেদ কক্সবাজারের রামাদা হোটেলের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন এবং ব্যবসায়িক জগতে তার পরিচিতি ছিল।

Leave a reply

Minimum length: 20 characters ::