আব্দুল হামিদ সন্দ্বীপ: সন্দ্বীপে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার ।সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, উপজেলা মৎস্য অফিসার আতিকুল্ল্যাহ, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আনোয়ার হোসেন, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক মানস নন্দী, উপজেলা সমন্বয়কারী, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত রায়, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, বিএনপি নেতা মুক্তিযুদ্ধা সোলাইমান বাদশা, সন্দ্বীপ টাউন মার্চেট এসোসিয়েশনের সভাপতি আবুল বশার জিএস, মুছাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, সারিকাইত ইউপি প্যানেল চেয়ারম্যান তাছলিমা বেগম, মগধরা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, হারামিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, কালাপানিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান জান্নাতুল বাকিয়া , গাছুয়া ইউপি প্যালেন চেয়ারম্যান রোকেয়া বেগম, বাউরিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মাকছুদ গনি, আমানউল্লাহ ইউপি প্যানেল চেয়ারম্যান জাবেদ ওমর, রহমতপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রাহেনা বেগম, আজিমপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক জামশেদ উদ্দিন, আমিনুর রসুল, মোঃ ইসমাইল, বাংলাদেশ প্রেস সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংবাদিক বাদল রায় স্বাধীন প্রমুখ। এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন ।প্রস্তুতিসভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস,মহান বিজয় দিবস,বিজয় মেলা ও নাট্য প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে উদযাপন কমিটি গঠন করা হয় ।