পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হয়রানী মুলক ১১ মামলা প্রত্যাহারের দাবীতে কৃষক-কৃষানীর মানববন্ধন ও বিক্ষোভ

পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হয়রানী মুলক ১১ মামলা প্রত্যাহারের দাবীতে কৃষক-কৃষানীর মানববন্ধন ও বিক্ষোভ

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী: নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ৫মৌজার কৃষক-কৃষাণীর ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হয়রানী মুলক ১১ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার দুই উপজেলা ভুক্তভোগীরা।

সোমবার (২ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।

এসময় ভুক্তভোগীদের দাবীর সমর্থন জানিয়ে বিক্ষোভে উপস্থিত ছিলেন, কৃষক নেতা আলম মিয়া, বাদল মিয়া স্বপন, আব্দুল আলিম, আব্দুর রশিদ বাবু জাহেদুল ইসলাম যাদু, খোরশেদ আলম আলো চৌধুরী, নীলফামারী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড.আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপি’র সভাপতি রিয়াজুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।
বক্তারা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার কুটিরডাঙ্গা, রামডাঙ্গা,পচারহাট,চিরাভিজা গোলনা, খারিজা গোলনায় দুই উপজেলার এ ৫টি ইউনিয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অন্যায় ভাবে কৃষক-কৃষানীর ১২১৭ একর জমির মধ্যে ১০৪ একর জমি অধিগ্রহণ করে পুরো ১২১৭ একর জমিতে কৃষক-কৃষানীর ঘর-বাড়ী উচ্ছেদ করার তীব্র নিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাতিলের দাবীসহ কৃষক-কৃষানীর বিরুদ্ধে হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবী জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::