সন্দ্বীপে বিএনপি নেতা সফিকুল ইসলামের আগমনে সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপি নেতা সফিকুল ইসলামের আগমনে সংবর্ধনা

আব্দুল হামিদ সন্দ্বীপ: সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সফিকুল ইসলামের প্রবাস থেকে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে বিএনপির কর্মিরা ।

রবিবার (১ ডিসেম্বর ) বেলা ১১ টায় উপজেলার গুপ্তছড়া ঘাটে পৌঁছলে তাকে ফুল দিয়ে এ সংবর্ধনার আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে মোটর শোভাযাত্রায় উপজেলা কমপ্লেক্স দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সংবর্ধিত নেতা সফিকুল ইসলাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিরুল কবির মনির তালুকদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, সোলাইমান বাদশা, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, উপজেলা উত্তর জেলা যুবদল নেতা শওকত তালুকদার, উত্তর জেলা ছাত্রদল নেতা আনিস আক্তার টিটু, উপজেলা মহিলা দলের সভাপতি কুলছুমা বেগম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সজিব প্রমুখ।

বিএনপি নেতারা বলেন , গত ১৬ বছর ধরে হামলা মামলার শিকার হয়েছেন আমাদের শত শত নেতাকর্মী। এসব নেতা-কর্মীদের অনেকেই ছিলেন বাড়ি ছাড়া। তাদের অনেকেই মাথায় মামলার বোঝা নিয়ে দেশ ছেড়েছেন। অনেকেই ছিলেন আত্মগোপনে। বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে তাদের পরিবার। ৫ আগস্ট সরকার পতনের পর ও ১৭ বছর পর সফিক ভাই প্রথম দলীয় কার্যালয়ে প্রবেশ করেন । সফিকুল ইসলাম বলেন ১৯৮৭/৮৮ সালে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করতে নিজের জীবন বাজি রেখে রাজপথে লড়াকু সৈনিক হয়ে শহীদ জিয়ার আদর্শে কাজ করছি।

Leave a reply

Minimum length: 20 characters ::