আমির হামজা, ওসমান কে মিথ্যা মামলা থেকে অব্যহতি দিতে স্থানীয়দের মানব বন্ধন

আমির হামজা, ওসমান কে মিথ্যা মামলা থেকে অব্যহতি দিতে স্থানীয়দের মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক:হ্নীলা জাদিমুড়া এলাকার বিশিষ্ট জমিদার আব্দুল মুনাফ কোম্পানি দুই সন্তান আমির হামজা, মোহাম্মদ ওসমান কে মিথ্যা মামলা থেকে অব্যহতি দিতে স্থানীয়রা মানব বন্ধন করেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে জাদিমুড়া স্টেশনে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, আমির হামজা এবং ওসমান দুই জন প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তাদের চাঁদ বাজি করে চলতে হবে না। জাদিমুড়া বাজারে তাদের যে সম্পদ গুলো আছে সেগুলো দেখবাল করে তাদের সংসার চলে। সাম্প্রতিক সময়ে নিজের পৈত্রিক সম্পত্তি থেকে ইজারার নাম দিয়ে টাকা উত্তোলন করলে তা না তুলতে বাঁধা প্রদান করলে ইজারা দার এবং আমাদের মাঝে কথা-কাটাকাটির জেরে এক পর্যায় আব্দুল্লাহ বিন কাদের মিথ্যা গল্প সাজিয়ে পুলিশ ডেকে ওসমান কে আটক করে চাঁদা বাজি মামলায় চালান করেন, এবং আমির হামজাকে হোয়াইক্যং নয়াবাজার ঘর পোড়া ও লুটপাট মামলায় দেন। যা আমরা তদন্ত করে দেখেছি সব আব্দুল্লাহর ইন্দনে হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অনতি বিলম্বে তাদের মুক্তি ও মামলা থেকে অব্যহতি প্রদান কামনা করছি।

Leave a reply

Minimum length: 20 characters ::