সীতাকুণ্ডের আবুল খায়ের ষ্টীলের ছিনতাই হওয়া লোহা বোঝাই ট্রাক বায়েজিদ ষ্টীল থেকে উদ্ধার

সীতাকুণ্ডের আবুল খায়ের ষ্টীলের ছিনতাই হওয়া লোহা বোঝাই ট্রাক বায়েজিদ ষ্টীল থেকে উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আবুল খায়ের ষ্টীল মিলের আমদামীকৃত লোহা স্ক্যাপবাহী ট্রাক ছিনতাই হওয়ার পর বায়েজিদ ষ্টীল মিলে ট্রাক সহ উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে।

সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরির রড তৈরির কাঁচামাল আমদামীকৃত লোহার স্ক্রাপ বহনকারী বিসমিল্লাহ ট্রান্সপোর্ট এর মালিকানাধীন ঢাকা মেট্রো ট ১৩-০২৮৪ ট্রাকটি বন্দর থেকে বোঝাই করে সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটাস্থ আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে যাওয়ার পথে মদনহাট বাজারে আসার পর ট্রাকের চালক কে জিম্মি করে ডাকাত দল কর্তৃক ছিনতাই করা হয়। ট্রাকটি স্ক্রাপ সহ রাত আনুমানিক ০১ঃ৫৫ মিনিটের সময় চট্টগ্রাম বন্দর থেকে আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
ট্রাক ছিনতাইয়ের ঘটনা মিল কর্তৃপক্ষকে জানানোর পর মিল কর্তৃপক্ষ তাৎক্ষনিক সীতাকুণ্ড থানাকে অবহিত করলে এস আই ওমরা খানের নেতৃত্বে একটি টিম এবং মিলের স্কর্ট টীমসহ উক্ত স্থানের আশে পাশে তল্লাশী করে ট্রাকটি খুঁজে পায়নি। পরবর্তীতে জি পি এইচ ষ্টীলের ট্রাকার এর মাধ্যমে ট্রাকটির লোকেশন ট্রাক করা হলে নাসিরাবাদ বায়েজীদ স্টীল ফ্যাক্টরির ভেতরে পাওয়া যায়। আবুল খায়ের ষ্টীল কর্তৃপক্ষ বায়েজীদ থানা পুলিশ কে ঘটনার বিস্তারিত জানানোর পরে এস আই আবুল হোসেনের নেতৃত্বে একটি টীম সহ বায়েজীদ স্টীল ফ্যাক্টরিতে পৌঁছালে স্ক্রাপসহ ট্রাকটি বায়েজীদ স্টীল এর স্ক্রাপ আনলোডিং পয়েন্ট থেকে উদ্ধার করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর জানায়, ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার এস আই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টীম বায়েজীদ ষ্টীল ফ্যাক্টরিতে এসে স্ক্রাপ সহ ট্রাকটি জব্দ করে উপস্থিত সাক্ষীগণের সাক্ষ্য গ্রহন করে ছিনতাই এর সাথে জড়িত ট্রাকের সাথে থাকা দুজন কে আটক করে স্ক্রাপ সহ ট্রাক এবং আটককৃত দুজন কে সীতাকুণ্ড থানায় নিয়ে যান। বর্তমানে স্ক্রাপ সহ ট্রাকটি এবং ছিনতাই এর সাথে জড়িত আটককৃত দুজন সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::