ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে ভূঞাপুর থানায় গোপালপুরের ৬ জন আটক

ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে ভূঞাপুর থানায় গোপালপুরের ৬ জন আটক
টাঙ্গাইল প্রতিনিধি:বিনা সুদে এক লাখ টাকা ঋণের প্রলোভনে ঢাকার শাহবাগে যাওয়ার পথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৬জনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) সকালে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় কালো রঙের একটি গাড়ি।
আটককৃতরা হলেন- গোপালপুর উপজেলার নারচি গ্রামের দানেজ আলীর ছেলে আব্দুর রশিদ (৬৫), বনমালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ময়নাল হোসেন (৪৫), নবগ্রামের খলিলের স্ত্রী শিল্পি বেগম (৪৫), বনমালী আইয়ুব নবীর স্ত্রী নাজমা বেগম (৪৫), গোপালপুরের আব্দুল কাদেরের স্ত্রী সামিরন (৬৫) ও নারুচি গ্রামের মৃত আমজাত আলীর স্ত্রী হাফিজা বেগম (৪৫)। এ সময় জব্দ করা হয় কালো রংয়ের হায়েস গাড়ি।
জানা যায়, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে সোমবার সকালে ঢাকায় যাচ্ছিলেন। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মাইক্রোবাস।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::