এডভোকেট আলিফ হত্যাকান্ডে বান্দরবানে বিক্ষোভ করেছে মুসলিম জনতা

এডভোকেট আলিফ হত্যাকান্ডে বান্দরবানে বিক্ষোভ করেছে মুসলিম জনতা

খাদিজা আক্তার; বান্দরবান: চট্টগ্রামে আইনজীবি এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে মুসলিম জনতা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টায় কেন্দ্রীয় মসজিদ গেইট হতে এই মিছিল শুরু হয়। এশার নামাজের পর বান্দরবান জেলা সদরের সকল মসজিদ হতে মুসল্লিরা মিছিল সহকারে কেন্দ্রীয় মসজিদের দক্ষিন গেইটে এসে জড়ো হয়ে সেখান হতেই বিক্ষোভ মিছিল শুরু করেন। এতে অংশ নেয় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীন শেষে বান্দরবানের ট্রাফিক মোড়ে সমাবেশে রুপ নেয়।
সমাবেশে ধর্মপ্রাণ ব্যক্তিগণ বক্তব্য রাখেন। ব্যক্তরা বলেন হিন্দু /সনাতন ধর্মের কেউই মুসলিমদের শত্রু না। হিন্দুদের পূজোতে মুসলিমরাই পাহারা দিয়ে তাদের ভয় দূর করেছে। সকলে মিলে মিশেই বাংলাদেশে বসবাস করার আশা প্রকাশ করে বক্তরা বলেন ইসকন একটি সন্ত্রাসী গোষ্ঠী। তারা বহি:রাস্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে সাধারণ হিন্দুদের সুকৌশলে ব্যবহার করেছে। সরকারের কাছে দাবী জানাই অচিরেই সন্ত্রাসী ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করতে হবে। বিদেশী ও ভারতীয় সন্ত্রাসীদের মাধ্যমে ইসকনেত অর্থের যোগান বিষয় খতিয়ে দেখতে হবে। সে নাগাদ ইসকনের সকল ব্যাংক একাউন্ট জব্দ করার কথাও বলেন সমাবেশে বক্তারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীকে গ্রেফতার করে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবী করেন। অনথ্যায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সমাবেশে উপস্থিত বক্তারা।

Leave a reply

Minimum length: 20 characters ::