খাদিজা আক্তার; বান্দরবান প্রতিনিধি:বান্দরবান সাংগু নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার মাধ্যমে বান্দরবানে শুরু হয়েছে সম্মেলিত ক্রীড়া পরিষদের আয়োজনে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ২০২৪।
শনিবার ( ২৩ নভেম্বর) সকাল ১০ টায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার মাধ্যমে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব মনোনীত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একমাত্র খেলাধুলার মাধ্যমেই সকল শ্রেনী পেশার মানুষকে এক করা সম্ভব। এতে কোন ভেদাভেদ থাকে না। পার্বত্য জেলা বান্দরবানকে সারাদেশ তথা বিশ্ব দুটি কারণে বেশি চিনে, পর্যটন নগরী এবং খেলাধুলা। আমাদের সন্তানেরা বিশ্ব দরবারে, জাতীয় পর্যায়ে অনেক সফলতার স্বাক্ষর রেখেছে। ভবিষ্যতে ও যাতে এর ধারাবাহিকতা বজায় থাকে জেলা পরিষদ সব সময় সচেতন থাকবে। আজকে সবাই আনন্দের সাথে অংশগ্রহণ করেছে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করে ক্রীড়াই সব চাইতে বড় শক্তি। ক্রীড়া পরিষদের ক্রীড়া মেলা আয়োজনের সফলতা কামনা করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে.কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান, জনাব মোঃ শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার), পুলিশ সুপার, বান্দরবান, জনাব নাসিরুল আলম, সম্মানিত সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জনাব অ্যাডভোকেট আবুল কালাম সম্মানিত সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, সম্মানিত সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, সভাপতিত্ব করেন জনাব আজাহারুল ইসলাম বাবুল, সভাপতি, সম্মেলিত ক্রীড়া পরিষদ, বান্দরবান।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিবারের সদস্যবৃন্দ এবং অত্র জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরুষ ১১ টি দল এবং নারী ৫ টি দল অংশগ্রহন করে। নান্দনিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরুষ দলের মধ্যে প্রথম স্থান অর্জন করে কালাঘাটা দুর্গা মন্দির দল, ২য় স্থান অর্জন করে হরি মন্দির দল কালাঘাটা এবং ৩য় স্থান অর্জন করে মার্মা বাজার দল।
নারী দলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নদীর পাড় দল, ২য় সম্প্রীতির বান্দরবান দল এবং ৩য় স্থান অর্জন করে নারী উন্নয়ন দল।
প্রতিযোগিতা শেষে শিল্পী গলি নদীর পাড়ে অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী।