সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন

আনাছুল হক, কক্সবাজার:: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কোস্ট গার্ড, ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।

কমিটি জাহাজে ভ্রমণের জন্য ট্রাভেল পাস নিশ্চিতকরণ, নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক পরিবহন বন্ধ, পর্যটকদের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করবে।

পরিপত্র অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকদের দিনে ফিরে আসতে হবে। ডিসেম্বর-জানুয়ারিতে রাত্রিযাপন অনুমোদিত হলেও প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক যেতে পারবেন। রাতে আলো জ্বালানো, শব্দ দূষণ এবং বারবিকিউ পার্টি নিষিদ্ধ।

এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে দ্বীপবাসী, হোটেল-মোটেল ও ট্যুর অপারেটররা আন্দোলন করছেন। এদিকে, পর্যটন মৌসুম শুরু না হওয়ায় দ্বীপের অর্থনীতি বিপর্যস্ত এবং স্থানীয়দের যাতায়াত প্রশাসনিক অনুমতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::