দশমিনায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দশমিনায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনায় উপজেলা কৃষি অফিসের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইতরিজা হাসান এরএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খামার বাড়ি পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোঃনজরুল ইসলাম। উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ।
অনুষ্ঠানের শেষে কৃষি প্রণোদনা কর্মসূচি রবি মৌসুম/২০২৪-২৫ এর আওতায় উপজেলার ৭ ইউনিয়নের ৫  হাজার ৫ শত ৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সারসহ গম,ভুট্টা,সরিষা,সূর্যমুখী,চিনাবাদাম, সয়াবিন মুগ,খেসারী ও ফেলন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ বিতরণ করা হয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাটে  মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথি বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইতরিজা হাসান।

Leave a reply

Minimum length: 20 characters ::