কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনা: অস্ট্রেলিয়ান পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনা: অস্ট্রেলিয়ান পর্যটকের মৃত্যু

আনাছুল হক,কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর বিকেল চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত পর্যটক রেন্টে বাইক নিয়ে যাতায়াত করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পর্যটকের সাথে থাকা ব্যাগে অস্ট্রেলিয়ান পাসপোর্ট পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। দুর্ঘটনাস্থলে তার গায়ে গাড়ির চাকার ক্ষত চিহ্ন দেখা গেছে, যা থেকে ইঙ্গিত মিলেছে যে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

প্রশাসনের প্রাথমিক ধারণা অনুযায়ী, রাস্তায় চলার সময় কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা সেখানে উপস্থিত হয় এবং ঘটনা তদন্ত শুরু হয়। তার পরিচয় ও বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করার প্রস্তুতি চলছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, মেরিন ড্রাইভ সড়কের কলাতলী এলাকায় কিছু রেন্ট-এ-বাইক ব্যবসা অসতর্কতার সাথে পরিচালিত হচ্ছে। অনুমোদনহীন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক ভাড়া দেওয়ায় পর্যটকরা নিরাপত্তার ঝুঁকিতে পড়ছেন। এসব অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনার হার বাড়ছে বলে স্থানীয়রা মনে করছেন।

উল্লেখ্য, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হলেও সাম্প্রতিককালে এখানে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::