সন্দ্বীপে পরিবার কল্যাণ সহকারী টিকাদান কর্মিদের সম্মানি না পাওয়ার অভিযোগ

সন্দ্বীপে পরিবার কল্যাণ সহকারী টিকাদান কর্মিদের সম্মানি না পাওয়ার অভিযোগ

আব্দুল হামিদ সন্দ্বীপ: কোভিড ভ্যাকসিন প্রদানে টিকাদান কর্মীদের জন্য সম্মানী বাবদ ২৪ লাখ টাকা জমা হয় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের হিসাব নম্বরে। ২০২৩ সালের ৪ জুন থেকে নভেম্বর পর্যন্ত চার ধাপে এসব অর্থ জমা হয়। টাকা জমা হওয়ার পর একাউন্ট থেকে দুই ধাপে সব টাকা তোলা হয়েছে, কিন্তু দেড় বছর পার হলেও সম্মানীর টাকা পাননি বলে অভিযোগ করছেন সন্দ্বীপ উপজেলার ৪৫ জন পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী মাঠ পর্যায়ের টিকাদান কর্মীরা। বিষটি নিয়ে গতকাল মাইটভাংগা ইউনিয়ন পরিবার পরিবার কল্যান অফিসে সারিকাইত মাইটভাংগা ও মগধরা ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক ও সহকারীরা এক সভার মাধ্যমে সংবাদকর্মিদের অবহিত করেন, এ সময় উপস্থিত ছিলেন মাইটভাংগা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাইনউদ্দীন, সারিকাইত পরিদর্শক শিমুল চন্দ্র মজুমদার, মগধরা পরিদর্শক রেজাউল করিম, পরিবার কল্যান সহকারী জাহানারা বেগম, দিলোয়ারা বেগম ফাহিমা বেগম, শিরিনা আকতার, আকলিমা বেগম, উজ্জ্বলা রাণী, সাকিলা সুলতানা, ডলি রাণী, তারা জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা টাকা পেলে ও আজ পর্যন্ত পরিবার কল্যাণ সহকারীরা তাদের টিকাদানের সম্মানির টাকা এখনো পাননি, এ বিষয়ে পরিবার কল্যাণ সহকারীরা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে গত গত সেপ্টেম্বরের ১৮ তারিখ একটি স্মারক লিপি দিয়েছেন বলে ও তারা জানান। জানা গেছে, এবং দ্রুত চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কে স্মারক লিপি দিবেন বলে জানান।

জানা গেছে ২০২২ সালে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকাদান এবং একই বছরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকার বুস্টার ডোজের টিকা প্রদানের জন্য চার ধাপে ২৪ লাখ টাকা সম্মানী আসে স›দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সরকারি হিসাব নম্বরে। এরমধ্যে ২০২৩ সালের ৪ জুন চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে ১৩ লাখ ৩৩ হাজার ৮১২ টাকা, ২৭ আগস্ট ৩ লাখ ৯২ হাজার ৪৮৫ টাকা, ১২ অক্টোবর ৩ লাখ ৯২ হাজার ৪৮৫ টাকা এবং ২৩ নভেম্বর ২ লাখ ৮১ হাজার ২৮৫ টাকাসহ সর্বমোট ২৪ লাখ ৭৪৭ টাকা জমা হয়।এরমধ্যে চেকের মাধ্যমে ২০২৩ সালের ২৬ জুন ১৪ লাখ টাকা এবং ২৮ ডিসেম্বর ১০ লাখ টাকাসহ সর্বমোট ২৪ লাখ টাকা নগদে উত্তোলন করা হয়। যা সন্দ্বীপ উপজেলার ৪৫ ওয়ার্ডে নিয়োজিত স্বাস্থ্য সহকারীদের বিতরণের কথা ছিল। পরে স্বাস্থ্য সহকারীরা পেলে ও এখনো পরিবার কল্যান সহকারীরা পাননি। এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস বলেন স্বাস্থ্য সহকারীদের টাকা প্রদান করা হয়েছে, কয়েক স্তরে আসায় পরিবার কল্যাণ সহকারীদের টাকা আটকানো ছিল তা ও দ্রুত দিয়ে দেয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::