বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান

বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান

খাদিজা আক্তার,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত বাংলাদেশের পরিচ্ছন্ন গ্রাম খ্যাত মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কেএনএফের একটি আস্তানা থেকে একে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা উপজেলার রুমা জোন কর্তৃক মুনলাই পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। সেনা অভিযানে কেএনএফ সদস্যরা গুলি বিনিময় করতে করতে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী তল্লাশি করে কেএনএফ সদস্যদের একটি একে ৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, ২টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক উদ্ধার করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এই তথ‌্য নি‌শ্চিত করা হয়েছে।

উল্লেখ্য গত দু বছরের বেশি সময়ে কেএনএফের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্যসহ এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। আটক হয়েছে কেএনএফের ৬২ জন সদস্য।
চলতি বছর এপ্রিল মাসে কেএনএফ জেলার রুমা ও থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক ডাকাতিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে। এরপর হতে শান্তিকমিটি গঠন করে একাধিক বৈঠকের পরেও সুরাহা হয় নি কোন বিষয়ে।

Leave a reply

Minimum length: 20 characters ::