নীলফামারীর ইতিহাস ‘ গ্রন্থ লেখকের নতুন গন্থের মোড়ক উন্মোচন

নীলফামারীর ইতিহাস ‘ গ্রন্থ লেখকের নতুন গন্থের মোড়ক উন্মোচন

মো.আরিফুল ইসলাম আরিফ নীলফামারী থেকে: ‘নীলফামারীর ইতিহাস’ গ্রন্থের লেখক,পিএইডি গবেষক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর’র ৩৫তম নতুন গ্রন্থ “জামিন, সন্দেহে সুবিধা ও ন্যায় বিচার” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।

বৃহস্পতিবার(১৪নভেম্বর) জেলা আইনজীবী সমিতি হলরুমের ২য় তলা জুনিয়র আইনজীবী’র আয়োজনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীবৃন্দ।

নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী বাবু তুষার কান্তি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আবু আহম্মদ নুরুল জাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইজীবী মো. শাহজাহান আলী, নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মো. সোয়েম, নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী আইনজীবী সমিতির আইনজীবী আল মাসুদ চৌধুরী প্রমুখ।

জামিন, সন্দেহে সুবিধা ও ন্যায় বিচার” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থটির লেখক, পিএইচডি গবেষক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার বলেন, “এটি আমার ৩৫তম গ্রন্থ। এর আগে আমি নীলফামারীর ইতিহাস গ্রন্থ সহ আরা ৩৩টিগ্রন্থ লিখেছি। নতুন গ্রন্থটি জুনিয়র আইনজীবীদের কেস রেফারেন্স, ড্রাফটিং ও সাবমিশনে অনেক সহায়ক ভুমিকা পালন করবে”।

“গ্রন্থটিতে জামিন সংক্রান্ত অনেক কেস রেফারেন্স দেয়া আছে, পেশাগত কাজে অনেক সহায়ক হতে পারে উল্লেখ করে নীলফামারী আইনজীবী সমিতির সকল আইনজীবীগণকে গ্রন্থটি পড়ার আহবান জানান নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীগণ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::