মাদারীপুর জেলা প্রতিনিধিঃবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র দেশের কৃষিখাতে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শিবচর উপজেলার কুমেরপাড়ে আয়োজিত মাঠ দিবসে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. মোঃ দুররুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, প্রকল্প পরিচালক ড. মোহাম্মাদ কামরুজ্জামান মিলন, শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ আরো অনেকেই ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান
বলেন বাংলাদেশের কৃষকদের জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র সারের অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়াবে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে।
উপস্থিত প্রকল্প পরিচালক ড. মোহাম্মাদ কামরুজ্জামান মিলন বলেন ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র মাটির ৭-৮ সেন্টিমিটার গভীরে সরাসরি ইউরিয়া প্রয়োগ করতে সক্ষম, যা সারের প্রায় ৪০ শতাংশ সাশ্রয় করতে সহায়তা করে। এই উদ্ভাবন দেশের কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি ও টেকসই কৃষি চর্চার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি, নাইট্রাস অক্সাইড নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলাতেও এটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
স্থানীয় কৃষক জহিরুল ইসলাম হাওলাদার বলেন
ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র ব্যবহার করে আমার জমিতে সারের অপচয় কমেছে, খরচ সাশ্রয় হয়েছে এবং ফসলের ফলনও বেড়েছে।