টেকনাফে ১ লাখ ইয়াবা অস্ত্র গুলিসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

টেকনাফে ১ লাখ ইয়াবা অস্ত্র গুলিসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

মুহাম্মদ কিফায়ত উল্লাহ,টেকনাফ কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি) ১ রাউন্ড গুলি ১টি কাঠের নৌকা সহ একজন রোহিঙ্গা মাদক কারবারি কে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা মৃত সলিমুল্লাহ, পুত্র মো. নুর রশিদ (২৫) লেদা ২৬ নং ক্যাম্প টেকনাফ।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, এই তথ্য নিশ্চিত করে বলেন ১২ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে টহলদল অবস্থান কালে তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে বাংলাদেশের অভ্যন্তরে আনোয়ার প্রজেক্ট বরাবর নাফ নদীর তীরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে নৌকায় থাকা ২ জন ব্যক্তি নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অপর ১ জন কে নৌকাসহ আটক করতে সক্ষম হয়।

নৌকাটি কে তল্লাশি করে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ লাখ ইয়াবা ১টি ওয়ান শুটার গান (এলজি) ১ রাউন্ড গুলি একটি কাঠের নৌকা সহ একজন কে আটক করতে সক্ষম হয়।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরো জানান, আসামি লেদা এফডিএমএন ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মিয়ানমার হতে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের সাথে জড়িত। এছাড়া সে এফডিএমএন ক্যাম্পে আবুল কালাম ডাকাত দলের একজন স্বক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত বলে স্বীকার করে।

আটককৃত আসামিকে ইয়াবা, অস্ত্র, গোলাবারুদ ও নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a reply

Minimum length: 20 characters ::