দশমিনায় সমন্বয় সভা অনুষ্ঠিত

দশমিনায় সমন্বয় সভা অনুষ্ঠিত
রবিউল হাসান ডব্লিউ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এইচপিভি চলমান কার্যক্রম তরন্বিত করতে  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১ টার দিকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান এর সভাপতিত্বে এ সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার, ওসি তদন্ত অনুপ দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা ইয়াসমিন লিসা, সহকারি শিক্ষা কর্মকর্তা খালিদ হাসান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  শিক্ষক প্রতিনিধি, সংবাদকর্মী প্রমূখ।
এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবহিত করেন ৫ম থেকে ৯ম শ্রেনির শিক্ষার্থী ও ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের এইচপিভি টিকা দান আওয়াতায় উপজেলায় শতকরা ৮৫ ভাগ কিশোরীদের এই টিকায় আওয়াতায় আনা হয়। এতে পটুয়াখালী জেলায় তৃতীয় আবস্থানে দশমিনা উপজেলা।
তিনি আরো জানান আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে বাদ পরা  কিশোরীদের এই টিকার আওয়াতায় আনা হবে বলে জানান ।

Leave a reply

Minimum length: 20 characters ::