এস এম মঈন (বাঙলা কলেজ): শক্তিশালী পাঠক সমাজ গঠনের উদ্দেশ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘বই বিহঙ্গ’ সরকারি বাঙলা কলেজ শাখা। আজ রোববার (১০ই নভেম্বর, ২০২৪) সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান এর লিখিত অনুমতি সাপেক্ষে কার্যক্রম শুরু করে সংগঠনটি।
ইতোপূর্বে, শনিবার(৯ই নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে বই-বিহঙ্গ’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাঙলা কলেজ শাখার উদ্বোধন ঘোষণা করা হয়।
সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মালেকা পারভীন কে সংগঠনটির কলেজ শাখার সার্বিক দায়িত্বভার অর্পণ করা হয়৷
উদ্বোধন উপলক্ষ্যে বই-বিহঙ্গের ‘বই বিনিময় ও সদস্য সংগ্রহ বুথ’ ঘিরে পাঠক-পাঠিকার ভীড় ছিলো লক্ষণীয়। বই সংগ্রহ করতে আসা সাধারণ শিক্ষার্থীরা এ ধরণের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।
বই বিহঙ্গ,সরকারি বাঙলা কলেজ শাখার মুখপাত্র রাশিদুজ্জামান রুদ্র জানান, ‘বই-বিহঙ্গ হলো এমন এক সংগঠন, যেখানে শিক্ষার্থীরা বই আদান প্রদানের মাধ্যমে বই পড়তে পারবে, বই নিয়ে আলোচনা করতে পারবেন। এর ফলে শিক্ষার্থীরা গঠন ও বিশ্লেষণমূলক চিন্তাধারার সাথে পরিচিত হবেন। ইতোপূর্বে সরকারি বাঙলা কলেজে এমন কোনো সংগঠন ছিলো না যেটা বৃহৎ আকারে শিক্ষার্থীদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করবে বা তাদের লাইব্রেরিমুখী করে তুলবে। সেই চিন্তা থেকেই আসলে বই-বিহঙ্গের সাথে আমাদের পথচলা শুরু। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের কাজটা আরো সহজ হয়। বিভিন্ন বই সম্পর্কে আমাদের যুব সমাজের আগ্রহের ফলে আমরা একটা বড় সুযোগ পাই শিক্ষার্থীদের বই ও লাইব্রেরিমুখী করার। আমাদের সাহসী ও অগ্রগামী কিছু শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। বিগত ৯ নভেম্বর, বই বিহঙ্গের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আমাদের কলেজ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।’
ভবিষ্যৎ পরিকল্পণা সম্পর্কে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা বই-বিহঙ্গ, সরকারি বাঙলা কলেজ শাখাকে একটি বৃহৎ পাঠক সমাজ বা দলে রূপান্তর করতে চাই। আমরা স্বপ্ন দেখি আমাদের মাঝ থেকেই সেরা পাঠক, লেখক বেরিয়ে আসবে। তাদের মনন, মেধা, দক্ষতা, তীক্ষ্ণ বিশ্লেষণ ও সৃজনশীল ক্ষমতার মাধ্যমে তারা প্রকাশনা ক্ষেত্রে তাদের স্বাক্ষর রাখবে। আগামীতে বাঙলা কলেজ থেকে মাসিক বা ত্রৈমাসিক পত্রিকা/ম্যাগাজিন বের হবে যেখানে সাধারণ শিক্ষার্থীদের লেখা, মতামত থাকবে, যেগুলো অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে। আমরা চাই উন্নত-সাহসী-অগ্রগামী মস্তিষ্কের প্রমাণ। সকল বাঁধা পেরিয়ে আমরা সেই পথে যাত্রা করবো, ইন-শা-আল্লাহ।’
অপর প্রতিনিধি মো আলমগীর হোসেন জানান, ‘বই-বিহঙ্গ, সরকারি বাঙলা কলেজ শাখা নিয়মিত বই আদান প্রদান, বই নিয়ে আলোচনা ও মতামত লেখার কাজ করবে। এবং খুব দ্রুত বাঙলা কলেজ কিছু নবীন লেখকও পেতে চলেছে।’
কার্যক্রম চলাকালীন সময়ে শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকেই কলেজ ক্যাম্পাসে এ ধরণের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।