সাতক্ষীরায় সিমান্তে ০৬ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

সাতক্ষীরায় সিমান্তে ০৬ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :সাতক্ষীরায় সিমান্ত থেকে ০৬ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (০৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে  কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সিমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারি মো. রাশেদুল ইসলাম (২৪) সে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের মো. আনিছ জামানের ছেলে। এ সময় তার কাছ থেকে ০৬ পিচ স্বর্ণের বার, ১টি ভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ০৬টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১০৮ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি সাড়ে ৩৫ লক্ষ টাকা। শনিবার সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস   বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কাকডাঙ্গা সিমান্তের সিমানা পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালচত্তর বাজার এলাকা দিয়ে ভ্যানে করে ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ নিয়ে যাওয়ার সময় চোরাকারবারি রাশেদুল ইসলামে আটক করে বিজবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে গায়ে গামছা দিয়ে পেছানো অবস্থায় ০৬ পিচ স্বর্ণের বার  উদ্ধার করা হয়। তার কাছে থাকা ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া থানায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে

Leave a reply

Minimum length: 20 characters ::