কক্সবাজারে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

আনাছুল হক, কক্সবাজার::কক্সবাজারের সদর থানাধীন কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫। আসন্ন পর্যটন মৌসুমে আগত পর্যটকদের টার্গেট করে এই চক্রটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১৫ এর এক কর্মকর্তা জানান, পর্যটন নগরী কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় একটি ছিনতাইকারী চক্র পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের পরিকল্পনা করছে এমন খবর পেয়ে র‌্যাব-১৫ তদন্ত শুরু করে।

র‌্যাবের গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ৮ নভেম্বর (শুক্রবার) রাত ১:৩০টার দিকে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল ঝাউবন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা দিক-বিদিক দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। তাদের কাছ থেকে ৬টি ছুরি ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়:
১) মোঃ আইয়ুব (৩৪)
২) হৃদয় নিশান প্রকাশ মানিক (২০)
৩) মোঃ তোফাজ্জল হোসেন প্রকাশ নয়ন (২৪)
৪) রিয়াজ উদ্দিন (১৮)
৫) মাহমুদ ইমাম শরীফ (১৮)
৬) শফিউল করিম (২৮)

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা কক্সবাজারে আগত পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও মুক্তিপণ আদায় করতো। উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::